শালিখায় মোঘল আমলের ঐতিহাসিক মসজিদ

শালিখা

মাগুরা সংবাদ :

মাগুরা জেলার শালিখা উপজেলার গোপালগ্রামে মোঘল আমলে নির্মিত একটি এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক মসজিদ রয়েছে।

২২ ফুট লম্বা এবং ১৬ ফুট প্রশস্ত প্রায় বর্গাকৃতি মসজিদের উপরে রয়েছে বিশাল এক গম্বুজ।

মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার। মিনার সহ মসজিদের বাইরের দিকটা ফুল লতা পাতার কারুকাজ খচিত।

উত্তর ও দক্ষিনের দেয়ালে একটি করে জানালা। মূল মসজিদের পূর্বদিকে একটি প্রবেশ পথ ছিল। মসজিদের ভেতরের দিকটাও সাদামাঠা কারুকাজ খচিত।

মসজিদের কোন স্থানেই নির্মাণ কালের উল্লেখ নেই। শুধু নির্মাণ শৈলী দেখেই এটা মোঘল আমলের মসজিদ হিসেবে কয়েক শতাব্দী ধরেই মানুষের মুখে মুখে পরিচিতি পেয়ে আসছে।

বর্তমানে মূল মসজিদের পূর্বদিকে বেশ কিছুটা অংশ সম্প্রসারণ করা হয়েছে। প্রতিদিন শতশত মানুষ এই মসজিদটি দেখতে আসে। ঐতিহাসিক এই মসজিদটি সংরক্ষণ করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published.