মাগুরায় শীতের প্রকোপ উপেক্ষা করে ধানের চারা রোপনে ব্যাস্ত কৃষকরা

কৃষি মাগুরা সদর

 

মাগুরা সংবাদ:

মাগুরায় শীতের প্রকোপ উপেক্ষা করে ধানের চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জমিতে ধান রোপনে ব্যাস্ত থাকতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রত্যন্ত অঞ্চলসহ উপজেলার সর্বত্র জুড়ে এখন চলছে ধান চাষাবাদের মহোৎসব। উপজেলার কৃষকদের কেউ বীজ তলা থেকে চারা তুলছেন, অনেকে চারা রোপন করছেন। আগাম তৈরি বীজতলা থেকে এবারও কৃষকরা শীতের শুরুতেই আগাম চারা রোপনের কাজ শুরু করেছেন। ক্ষেত প্রস্তুত করার লক্ষ্যে জমিতে সেচ ও হাল চাষের কাজেও ব্যস্ত দেখা গেছে কৃষকদের।

স্থানীয় কৃষকদের দাবি, কৃষি অফিসে জনবল বৃদ্ধি করে কৃষি চাষে আরও বেশি সেবা দিতে। চাষীরা যেন সঠিকভাবে চাষ করতে পারে সে জন্য উপজেলার কৃষি কর্মকর্তারা নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন।

কৃষক রশিদ সরদার মাগুরা সংবাদকে বলেন, জমি প্রস্তুত। চারা উত্তোলন করছি জমিতে রোপনের জন্য। এবারের ফসলটি ভালো হলে পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারব। তাই যত্ন সহকারে জমি তৈরি করেছি।

 

Leave a Reply

Your email address will not be published.