মাগুরায় শীতে বিভিন্ন রোগে মারা যাচ্ছে অসংখ্য হাঁস-মুরগি

কৃষি মাগুরা সদর

 

মাগুরা সংবাদ:

মাগুরায় মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামে হাঁস-মুরগিতে এই শীতে বিভিন্ন রোগ দেখা দিয়েছে। ইতোমধ্যে অসংখ্য হাঁস-মুরগি মারা গেছে।
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের তেমন কোন ভুমিকা দেখা যায়নি। এতে পোলট্রি খামারমালিক ও গৃহস্থ ব্যক্তিরা ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলার গবরনাদা গ্রামের একজন খামারী মাগুরা সংবাদকে বলেন, তার খামারের অনেক মুরগি মারা গেছে। তার এখন পথে বসা উপক্রম। এদিকে মৌফুুলকান্দি গ্রামের  অন্য এক খামারী আরিফুল ইসলাম মাগুরা সংবাদকে জানান,তার খামারের হাঁস এই শীতে অসুস্থ হয়ে পড়েছে।

আরেক খামারি  বলেন, ‘শীতের শুরুতে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয় বেশি। আমরা প্রাণিসম্পদ কার্যালয় থেকে ভ্যাকসিন না পাওয়ায় পৌষ ও মাঘ মাসে মুরগির বাচ্চা খামারে তুলি না।’ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে অনেকেই প্রতিষেধক না পেয়ে খালি হাতে ফিরে আসছেন।

Leave a Reply

Your email address will not be published.