মাগুরায় ধানের দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কৃষি মাগুরা সদর

 

মাগুরা সংবাদ:

এ বছর ধানের দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। মাগুরায় হাটে বাজারে ধানের ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট তারা। গত হাটের চেয়ে এ সপ্তাহে দাম কিছুটা বাড়তি। কৃষকরা মাগুরা সংবাদকে জানান, এবারের দাম পেয়ে আমরা অনেক খুশি।

মাগুরায় হাট বাজারে জমজমাট ধান কেনাবেচা হচ্ছে। চিকন ধানের মন প্রায় ১২০০ টাকা করে বিক্রি হচ্ছে।
বেপারি ও পাইকাররা কৃষকদের কাছ থেকে বাজার মূল্যেই ধান কিনে মিলে দিচ্ছেন। এদিকে মিলাররা আবারো ধানের মূল্যের সঙ্গে সমন্বয় করে চালের দাম নির্ধারণের দাবি জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published.