মাগুরা থেকে যশোরে যাওয়ার পথে যাত্রীবাহী বাস উল্টে নিহত, ২

বাংলাদেশ

মাগুরা সংবাদ:

যশোর-মাগুরা সড়কের হুদোরাজাপুর এলাকায় শনিবার দুপুর আড়াইটায় যাত্রীবাহী বাস উল্টে মাদরাসার দুই ছাত্র নিহত হয়েছে।
নিহত দুইজনে হুদারাহাপুর হামিউস সুন্না কওমি মাদরাসার ছাত্র। দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ১৭জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশে আসছিল। দুপুর আড়াইটার দিকে বাসটি যশোর সদর উপজেলার হুদোরাজাপুর নামকস্থানে পৌছলে অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে অংশ নেয়।

বাসটিতে ৩০/৩৫জন যাত্রী ছিল। এর মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অনেকে সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনাম উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বসতপুর গ্রামের সরাফাত মোল্যার ছেলে শাহিন হোসেন(১৬), হাসপাতালে আনার আগে মারা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যশোরের মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মেহেদী হাসানের(১৭) মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.