ফুলকপি চাষে লাভবান মাগুরার চাষিরা

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদ:

 

ফুলকপি চাষে লাভবান মাগুরার চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও ফুলকপির ফলন ভালো হওয়ায় লাভের মুখ দেখছেন এখানকার চাষিরা। কম খরচে লাভ বেশী হওয়ায় দিন দিন ফুলকপি চাষে ঝুঁকছেন কৃষকরা। এলাকার উৎপাদিত ফুলকপি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। এই মৌসুমে নানা প্রতিকুল আবহাওয়ার মাঝেও মাগুরায় রকমারি শীতকালিন সবজির আবাদ করা হয়। অনুকুল আবহাওয়া, সময়মত বীজ বোপন ও সুষম সারের ব্যবহারের ফলে এবার মাগুরায় ফুলকপির বাম্পার ফলন হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত কপি এখন বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছে। বাজার দরও পাচ্ছে ভাল। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। স্থানীয় চাষিরা জানান, বাজারে চাহিদা ভালো থাকায় উৎপাদিত ফুলকপি প্রকার ভেদে বিক্রী করে কৃষকরা পাচ্ছেন ভাল টাকা। শীতকালিন সবজি ফুলকপি আবাদ করে ভালো লাভ হওয়ায় এখানকার কৃষকরা ফুলকপিসহ শীতকালিন সবজি চাষে ক্রমেই আগ্রহী হয়ে উঠছে। মাগুরার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মাগুরা সংবাদকে বলেন, শীতকালিন সবজি ফুলকপি আবাদ করে লাভবান হওয়ায় এ অঞ্চলের কৃষকদের ফুলকপি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। আমরা চাষিদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published.