কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মাগুরা জেলা

মাগুরা সদর

 

মাগুরা সংবাদ:

মাগুরায় ক্রময়য়ে বাড়ছে শীত ও ঘন কুয়াশা ও ঠান্ডার  তীব্রতা।

গত কয়েকদিন ধরে হালকা শীত থাকলেও এখন শুরু হচ্ছে শীতের হিমেল পরশের গা শিরশিরে বাতাস। রাতভর পরছে ঝির ঝির কুয়াশা।

আবহাওয়া পরিবর্তনের কারনে এই জেলায় দিনের পর দিন বেড়েই চলছে শীত। সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েই চলছে কুয়াশা। কুয়াশার আড়ালে কখনো কখনো ঢাকা পড়ছে সূর্য। দেখে যেন মনে হচ্ছে কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে এই মাগুরা জেলাটি।

আজ বৃহস্পতিবার  সকালে জেলা শহরে ও গ্রামের বিভিন্ন এলাকায় গিয়ে এমনি চিত্রটি চোখে পড়ে। একদিকে যেমন বাড়ছে শীত অপরদিকে শীতে করোনা ভাইরাস নিয়ে চিন্তিত এই জেলার সাধারণ মানুষেরা।

ইতোমধ্যে মাগুরায় শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কারিগররা। প্রচলিত রীতি অনুযায়ী কার্তিক মাসে শীতের জন্ম হলেও পৌষ ও মাঘ এই দুই মাস শীত মৌসুম হিসাবে বিবেচিত হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, শীত ও কুয়াশার কারনে কাজ করতে অসুবিধা হওয়ায় অনেকটা বিপাকে পড়ছেন এই জেলার নিম্ন আয়ের মানুষরা ও বৃদ্ধরা। শীতে জড়ো-সড়ো হয়ে গেছে গবাদী পশু ও পাখিও। কেউ কেউ আবার খড়-কুটোতে আগুন জ্বালিয়ে করছেন শীত নিবারণের চেষ্টা।

Leave a Reply

Your email address will not be published.