শালিখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব অর্জন

শালিখা শিক্ষা

শহিদুজ্জামান চাঁদ
শালিখা,মাগুরা:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থী শ্রেষ্ঠ হয়েছেন। বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে যাচাই বাছায়ের পর শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী, মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ উদ দৌল্লাহ, রিসোর্স অফিসার স্বপন কুমার ভৌমিক,মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সমাজ সেবা কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, একাডেমীক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়, সিনিয়র সহকারি শিক্ষা অফিসার এইচএম রোকুনুজ্জামান, সহকারি শিক্ষা অফিসার মিঠুন দাস, জেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রেস্কাব শালিখার সভাপতি মোঃ বাহারুল ইসলাম। উপজেলা নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠান হলো, সহকারি শিক্ষা অফিসার মোঃ মমিনুর রহমান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মাহমুদা খাতুন দরিশলই সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাপ শিক্ষক স্মৃতি রানী মিত্র সহকারি শিক্ষক দরিশলই সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক উজ্জল কুমার মজুমদার মশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রেষ্ঠ স্কুল সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কর্মচারী মোঃ মাহবুবুর রহমান উপজেলা শিক্ষা অফিস,শ্রেষ্ঠ সভাপতি নীভা রানী বিশ্বাস পুড়াগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষার্থী ঝরে পড়ার হার কম থাকায় আমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত করা হয়, কাপ শিশু শিক্ষার্থী নাবিলা ফরহাদ, দরিশলই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী জানান উপজেলা পর্যায়ে যে সমস্থ শিক্ষক,কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হয়েছেন সে সকল শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান জেলা পর্যায়ে অংশগ্রহন করতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published.