মাগুরায় ধানের ভালো ফলন, কৃষকের মুখে হাসি

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদ:

এ বছর মাগুরাতে ধানের ভালো ফলন হয়েছে।চলছে ধান কাটার উৎসব। উপজেলার বিভিন্ন এলাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।মূল্যও পাচ্ছেন কৃষকেরা। তাই কৃষকের মুখে হাসি। জেলার বিভিন্ন এলাকার ধান চাষকারী কৃষকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হওয়ায় ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

কৃষকরা জানিয়েছেন, এবার ধানের ভালো ফলনের পাশাপাশি ভালো দামও পাওয়া যাবে। ইতোমধ্যেই বাজারে যারা ধান বিক্রি করতে নিয়েছেন তারা ভালো দাম পেয়েছেন বলে জানিয়েছেন।

জেলার মহম্মদপুর উপজেলার মৌফুলকান্দি গ্রামের কৃষক মহত মোল্লা মাগুরা সংবাদকে জানান, ধান ভালো হয়েছে। দামও ভালো। ফসল পুরোপুরি ওঠেনি। এখনও মাঠে আছে।তবে কাটা শুরু হয়েছে। কাটতে আরও কিছুদিন সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published.