মহম্মদপুরে কৃষকের পটল ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

কৃষি মহম্মদপুর

 

মাগুরা সংবাদ:

 

মাগুরা মহম্মদপুর উপজেলায় পটলের ফসলের গোড়া কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। দিবাগত রাতে উপজেলার বাবুখালি ইউনিয়নের পাড়ুয়ারকুল গ্রামের এ ঘটনা ঘটে।

আজ সোমবার সরেজমিনে দেখা গেছে, পাড়ুয়ারকুল গ্রামের কৃষক আতিয়ার রহমান। তিনি ১০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে পটলের ফসল চাষ করেছিলেন। পটলের ফুল ফোটে কেবল পটল ধরছে। ঠিক সেই মুহুর্তে ফসলের গোড়া (শিকড়) কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক আতিয়ার রহমান মাগুরা সংবাদকে জানান,তিনি ১০ শতাংশ জমিতে  বাণিজ্যিকভাবে পটলের ফসল চাষ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় বেশভালো হয়েছিল পটলের গাছগুলো। ফুল ফোটে পটল বেড়িয়েছে। এই পটলের গাছগুলোতে দুই থেকে তিন বছর পটল ধরত। কিন্তু কে বা কাহারা রাতের আঁধারে জালির সবগুলো গাছের গোড়া (শিকড়) কেটে ফেলেছে। এখন আমার মাথায় হাত।

তিনি আরো বলেন, ‘কারও যদি শক্রতা থাকে, তাহলে আমার সঙ্গে আছে। কিন্তু গাছগুলো কী দোষ করল? বুঝতে পারছি না!

Leave a Reply

Your email address will not be published.