মহম্মদপুরে গ্রামের রাস্তা গিলে ফেলেছে নদী, বিচ্ছিন্ন দুই গ্রাম

মহম্মদপুর

 

মাগুরা সংবাদ:

মাগুরায় মহম্মদপুরে মধুমতি  নদীর ভাঙন গত কয়েক বছর আগে থেকেই।

মধুমতি নদীর তীরবর্তী রায় পাশা ও চরপাচুড়িয়া গ্রামে দেখা যায়, রাস্তা গিলে ফেলেছে মধুমতি নদী। সেই সাথে গাছপালা বাগান।  ভাঙন আর স্রোতে দিশেহারা সেখানকার তীরবর্তী গ্রামের অসংখ্য  পরিবার।

অভিযোগ ওঠে, নদীটির বিভিন্ন অংশ ভাঙতে ভাঙতে এই অবস্থায় পৌঁছালেও পানি উন্নয়ন বোর্ড কোনও উদ্যোগ নেয়নি। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ও গ্রামের অসংখ্য মানুষকে। ভুক্তভোগীদের অভিযোগ, অনেক দিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিরা এই নদী ভাঙনের কথা শুনেছে, কিন্তু এখনো কেউ এগিয়ে আসেনি। বর্ষা এলেই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে মাপজোখ করে কিন্তু বাস্তবে কোনও কাজের প্রতিফলন ঘটেনি।

গ্রামের লোকজনের চলাচল এখন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষি জমির পাশ দিয়ে প্রচণ্ড ঝুঁকি নিয়ে শিশুসহ বৃদ্ধরা চলাচল করছে। রায়পাশা থেকে চরপাচুড়িয়া যাতায়াতের একমাএ রাস্তারও বেহাল অবস্থা। দুই গ্রামের সংযোগ প্রায় বিচ্ছিন্ন।

 

 

Leave a Reply

Your email address will not be published.