মাগুরায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের মধ্যে ৩ লাখ ৭৮ হাজার টাকা অনুদান

খেলাধুলা

মাগুরা সংবাদ:

 

 

মাগুরা জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত ৪৫ জন খেলোয়াড়সহ ক্রীড়া সংগঠকদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম অফিস চত্বরে জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্টপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ অনুদান বিতরণ করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বাসুদেব কুন্ডু, আশরাফুল আলম বাবুল ফকির, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমির ওসমান রানা, সদস্য এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।

অনুষ্ঠানে খেলোয়াড় ও সংগঠকদের প্রত্যেককে ৭ হাজার টাকা হারে মোট ৩ লাখ ৭৮ হাজার টাকা অনুদান দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.