মহম্মদপুরে ৬০ পয়সার ওষুধ ৫ টাকায় বিক্রি

মহম্মদপুর

 

মাগুরা সংবাদ:

ওষুধটির সর্বোচ্চ দোকানদারদের ক্রয় মূল্য  ছিল ৬০/৬৫ পয়সা। সেই ওষুধ বিক্রি করা হচ্ছে ৫ টাকায়। ওষুধের ক্রয় করা দামের সঙ্গে বিক্রয়মূল্যের এমন আকাশ-পাতাল পার্থক্য আসলেই নিন্দনীয়।  মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজারে কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে এই ওষুধ। শুধু দামে নয় মানেও খুব নিম্নমানের। দামি ব্রান্ডের ওষুধের উপরের কভার প্রায় হুবুহু কাছাকাছি রেখে বিক্রি করা হচ্ছে ওষুধটি। নাম দেয়া হয়েছে ওমিপ্রাজল বিসেকটিল।কোম্পানির নাম বেংগল।ওষুধের দোকানে বিক্রিসহ মুদির দোকানেও বিক্রি হচ্ছে ওষুধটি।প্রতি পিস ৬০/৬৫ পয়সা করে ক্রয় করে বিক্রি করা হচ্ছে ৫ টাকা।এক কথায় প্রতারণা করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনগন জড়িতদের শাস্তি দাবি করেন।তবে এ ব্যাপারে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published.