মাগুরায় কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদ :

কিছুদিন আগেও মাগুরা জেলার বিভিন্ন হাটবাজারে সহনীয় দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল। বর্তমানে সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। মরিচের পাশাপাশি দাম বেড়েছে অন্যান্য সবজিরও।

সম্প্রতি পাইকারি বাজারে মরিচ বিক্রি করতে আসা কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়,  নিচু এলাকার সবজি খেত বৃষ্টির পানিতে ডুবে গেছে। এ ছাড়া অনেক সবজি খেতে পানি জমে যাওয়ায় মরিচসহ বিভিন্ন সবজি গাছের ক্ষতি হয়েছে। এ কারণে বাজারে চাহিদার তুলনায় মরিচ, পটল, ঢ্যাঁড়সসহ বিভিন্ন সবজির সরবরাহ কমে গেছে। বৃষ্টির কারণে মরিচসহ সব ধরনের সবজির দাম বেড়েছে।

সরেজমিনে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ সহনীয় দরে বিক্রি হয়েছে। কিন্তু এখন বিক্রেতারা প্রতি কেজি কাঁচা মরিচের দাম চাইছেন ১৮০ থেকে ২০০ টাকা। আকাশচুম্বী দাম শুনে বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন ক্রেতারা। মরিচের পাশাপাশি দাম বেড়েছে অন্যান্য সবজিরও। ।

 

Leave a Reply

Your email address will not be published.