মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙন,বসতঘর সরিয়ে নেয়া হচ্ছে অন্যত্র

মহম্মদপুর

 

মাগুরা সংবাদ:

মাগুরা মহম্মদপুর উপজেলায়  মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই ভাঙছে নদীর পাড়। এতে  রাস্তা, বাড়িঘর, গাছপালা ভেঙে নদীতে বিলীন হচ্ছে।মধুমতি নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে  উপজেলার কয়েকটি গ্রাম।

ঘরবাড়ি হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। বাড়িঘর হারিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তাদের। কোনো জনপ্রতিনিধি তাদের কোনো খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা।

 

স্থানীয়রা জানান, সম্প্রতি  নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। অল্প সময়ের মধ্যে কয়েকটি বাড়ি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় প্রতি বছরই ভাঙ্গনের শিকার হয় মধুমতি নদীর কোলঘেষা মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর, মহেষপুর, ঝামা ও আড়মাঝি গ্রাম।

মধুমতি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতে ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙনে চরম আতঙ্কে রয়েছেন নদীর তীরের বাসিন্দারা।

ভাঙন ঝুঁকিতে গ্রামের অনেক পরিবার তাদের বসতঘর অন্যত্র সরিয়ে নিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published.