মাগুরায় করোনা নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

মাগুরা সদর

মাগুরা সংবাদ:

করোনা (কোভিড ১৯) ভাইরাস শনাক্তে মাগুরায় আরটি-পিসিআর ল্যাব স্থাপনের মানববন্ধন কর্মসূচি পালন ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেছে করোনা দূর্যোগ মোকাবেলায় প্রতিরোধে গণকমিটি।আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১ টায় করোনা দূর্যোগ মোকাবেলায় প্রতিরোধে গণকমিটির আয়োজনে নেতা-কর্মীরা মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান। এসময় ল্যাব স্থাপনের জন্য আবেদন জানিয়ে বক্তব্য রাখেন, জেলা গণ কমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলি, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ, সদস্য সচিব এটিএম আনিসুজ্জামান এবং যুগ্ম সদস্য সচিব সম্পা বসু ।

বক্তারা বলেন, মাগুরায় দিন দিন করোনা রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বুথে নমুনা সংগ্রহ করে জেলার বাইরে অন্য জেলায় পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে। আর এর ফলাফল আসতে বেশি সময় লেগে যাচ্ছে। এতে আক্রান্ত ব্যক্তির দ্বারা অন্যদের মাঝে করোনাভাইরাস ছড়াতে পারে। 

Leave a Reply

Your email address will not be published.