প্রাকৃতিক দুর্যোগে মাগুরায় লিচুর ফলন বিপর্যয় হয়েছে। এলাকার প্রায় দেড় হাজার বাগানের ৯০ ভাগ গাছেএবার লিচু ধরেনি। এতে এবার এক হাজার চাষি কমপক্ষে ১০ কোটি টাকার লোকসান গুনছেন। বিরূপ আবহাওয়ার কারণে আশানুরূপ ফলন না হওয়ায় মাগুরার লিচু চাষিরা এবার অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। প্রতি বছর লিচু বিক্রি থেকে জেলার চাষিরা আশানুরুপ আয় করলেও এ বছর সেটি এক-তৃতীয়াংশে নেমে আসবে বলে ধারণা করছেন তারা।
