ঝিনাইদহ জেলার সন্তান প্রস্তাবিত মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ

মাগুরা সদর

 

মাগুরা সংবাদঃ

ঝিনাইদহ জেলার শৈলকুপার কৃতি সন্তান, শিশু বিশেষজ্ঞ ডা. অলোক কুমার সাহা, মাগুরা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ হিসেবে পদায়ন হয়েছে।
ডা. অলোক কুমার সাহা ১৯৬০ সালের ১ নভেম্বর শৈলকুপার কবিরপুরে জন্মগ্রহণ করেন। শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় ও শৈলকুপা কলেজের কৃতি ছাত্র অলোক কুমার সাহা ১৯৮৬ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ঢাকা মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তিনি পেশাগত দ্বায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও পেডিয়াট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। শৈলকুপার কৃতি সন্তান, শিশু বিশেষজ্ঞ ডা. অলোক সাহাকে প্রস্তাবিত মাগুরা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ০৯.০৯.১৮ তারিখ এর এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। প্রস্তাবিত মাগুরা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ হিসেবে তিনি দক্ষতার সাথে তার উপর অর্পিত দ্বায়িত্ব পালন করে দেশ ও মানুষের সেবায় আরো বেশী এগিয়ে যাবেন এটাই  কামনা।

Leave a Reply

Your email address will not be published.