মহম্মদপুরে মধুমতী নদীতে বঁড়শি দিয়ে ২.৫ কেজি ওজনের আইড় মাছ ধরেছেন সালাম

মহম্মদপুর

মাগুরা সংবাদ :

মাগুরা জেলার অনেকাংশে অংশে রয়েছে মধুমতী নদী। এছাড়াও জেলার অংশে রয়েছে নবগংা নদীসহ ছোট-বড় অসংখ্য খাল-বিল ।

বর্ষা ও শুকনো মৌসুমে অনেকে কাজের ফাঁকে আবার অনেকে সখ করে বড়শি দিয়ে মাছ ধরতে যান নদী বা অন্যান্য খাল-বিলে। বড়শিতে খাবার গেঁথে পানিতে ফেলে মাছের অপেক্ষায় বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। কখন মাছ বড়শি খাবে, আর শিকারিরা সেটি টেনে তুলবেন। ছোট-বড় যাই ধরুক না কেন, মাছ ধরা পড়লে যেন আনন্দের আর সীমা থাকে না।

আবার অনেকে বড়শি দিয়ে মাছ ধরতে না পারলেও পাড়ে বসে উপভোগ করেন মাছ ধরা। বড়শি দিয়ে মাছ শিকারিরা বোয়াল, আইড়, রিটা, লাদেন, বেলেসহ বিভিন্ন মাছ ধরছেন।মাছ শিকারি মহম্মদপুরে উপজেলার দাতিয়াদাহ গ্রামের বাসিন্দা সালাম ফকির জানান, তিনি সাংসারিক কাজ করেন। ছোট বয়স থেকেই মাছ ধরার প্রতি তার আগ্রহ রয়েছে। আর এভাবে কাটিয়েছেন অনেক বছর। তাই এখন কাজের ফাঁকে প্রায় মধুমতী নদীতে মাছ ধরতে আসেন। কোনো দিন মাছ পান আবার কোনো দিন পান না। তবে আজ তিনি ১টি বড় সাইজের আইড় মাছ পেয়েছেন। যার ওজন প্রায় ২.৫ কেজি।

Leave a Reply

Your email address will not be published.