শালিখায় ১০০ পরিবারে নগদ অর্থ দিলেন-বিএনপি নেতা আনিছুর রহমান

শালিখা

মাগুরা সংবাদ:

শহিদুজ্জামান চাদ, শালিখা,মাগুরা:

করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে ঘরবন্দি মানুষ অসহায় হয়ে পড়েছেন৷ এমন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় হতদরিদ্র, দিনমজুর, কর্মহীন ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন মাগুরার শালিখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা সদর ৩নং আড়পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুন্সী আনিছুর রহমান মিল্টন। আজ বুধবার সকাল ১০টায় তার নিজ বাড়িতে ১০০ গরিব কর্মহীন হয়ে পড়া পরিবারের মধ্যে তাঁর নিজ অর্থায়নে নগদ মাথাপিচু ৫০০ শ টাকা করে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন , উপজেলা ত্রাণ সমন্বয় কমিটির সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল ইসলাম, আড়পাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ বদিয়ার রহমান,প্রভাষক মুন্সী জাফর আলী,জেলা যুবদলের সদস্য ও সাবেক ছাত্রদলের সভাপতি মুন্সী সোহেল রানা, জেলা যুবদলের সদস্য নয়নুজ্জামান(নয়ন মুন্সী),জেলা যুবদল নেতা পাভেল সরদার,ছাত্রদল নেতা সোহাগ মুন্সী, আবু সেলিম , মানিকসহ উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ৷ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুন্সী আনিছুর রহমান মিল্টন বলেন এই করোনা ভাইরাস মহামারীর কারণে আমাদের দেশের গরীব মানুষ কর্মহীন হয়ে পড়েছে৷ তাই আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সামান্য কিছু অর্থ দিয়ে মানুষের পাশে থাকতে পেরেছি৷ আশা করি আমার এই সাহায্য অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.