শালিখায় কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ঈদ সামগী বিতরণ

শালিখা

মাগুরা সংবাদ :

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ

বিশ্বব্যাপি মরণব্যাধি করোনা ভাইরাস (কেভিড১৯)এর কারণে নিজ ঘরে আটকে পড়া কর্মহীন,শ্রমজীবি,খেটে খাওয়া, ও হতদরিদ্র মানুষ এখন গৃহবন্দি। কাজ করতে না পেরে অনেকেই এখন মানবেতার জীবন যাপন করছেন। জাতীর এই ক্লান্তিকালে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন মাগুরার শালিখা উপজেলার কর্মচারী কল্যাণ সমিতি। উপজেলা পষিদ মুক্ত মে আজ মঙ্গলবার সকাল ১০ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৬০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নবীরুজ্জামান, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শিমুল হাসান(সিএ উপজেলা পরিষদ),সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান(সার্ভেয়ার উপজেলা ভূমি অফিস),অমৃত কুমার অফিস সহকারী উপজেলা (ইউএনও অফিস) প্রমুখ। এছাড়াও কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের এই সংকট ময় মুহুর্তে ঈদ সামগ্রী হাতে পেয়ে মহা-খুশি এসব কর্মহীন,শ্রমজীবি মানুষগুলো। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, ১কেজি সেমাই,৫০০ গ্রাম চিনি,৫০০ গ্রাম ডাল,৫০ গ্রাম গুড়া দুধ,১টি সাবান,পাতা শ্যাম্পু ৬টি,৫০ গ্রাম কিসমিস ও এক প্যাকেট হুইল পাওডার। উপহার সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান বলেন, আপনারা সকলেই সামাজিক দূরুত্ব বজায় রাখবেন এবং সকলেই মাস্ক ব্যবহার করবেন। কারন করোনা ভাইরাস একটি মহামারি এবং ছোয়াছে প্রকৃতির, কখন কার শরীরে করোনা আক্রান্ত হবে তা বোঝা মুশকিল। ফলে আপনারা সকলে সাবধানে থাকবেন। এই ভাইরাস কখন কবে দেশ থেকে শেষ হবে বলা যাচ্ছেনা। করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরী হতে এমন হতে পারে এক বছর লেগে যেতে পারে। তাই আমাদের সকলেরই সতেন এবং সাবধান থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published.