শ্রীপুরে মুুক্ত লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহের কৃষক নির্বাচন

কৃষি শ্রীপুর

মাগুরা সংবাদ :

আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর,মাগুরা:


মাগুরার শ্রীপুরে মুুক্ত লটারীর মাধ্যমে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বোরো ধান ক্রয়ের জন্য কৃষক নির্বাচন করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুৃল গণি শাহিন। অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন,কৃষি অফিসার সালমা জাহান নিপা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন,আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ও উপজেলা খাদ্য কর্মকর্তা তানজিলুর রহমান ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর জানান, মুক্ত লটারীর মাধ্যমে চলতি বোরো মৌসুমে লটারীর মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ১৩৩ জন কৃষকের কাছ ১৬৮ মে.টন ধান ২৬ টাকা কেজি দরে প্রান্তিক,ক্ষুদ্র,মাঝারী ও বড় এই ৪ ধরণের কৃষকের নিকট থেকে বোরা ধান সংগ্রহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.