মাগুরায় করোনাভাইরাসের প্রভাব মৎস্য চাষে, শঙ্কায় চাষীরা

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদ :

করোনাভাইরাসের কারণে চলমান এই দুর্যোগে মাগুরায় সংকটে পড়েছেন মাছ চাষীরা। মাছ বিক্রি কমে এসেছে প্রায় এক চতুর্থাংশে। মাছ বিক্রি করতে না পেরে তারা লোকসানের আশঙ্কা করছেন।

আগে যেখানে মাগুরা থেকে বাইরে গড়ে প্রতিদিন যে কয় ট্রাক মাছ যেত, এখন তা কমে গেছে অনেকাংশে। তারপরও সেই মাছ কম দামে বিক্রি করতে হচ্ছে চাষীদের। এছাড়া মাছ পরিবহনের ক্ষেত্রেও সম্মুখীন হতে হচ্ছে নানা জটিলতার।

মৎস্য চাষীরা বলছেন, দুর্যোগকালীন পরিস্থিতির কারণে মাছ কেনার ক্রেতা নেই বললেই চলে। ফলে খুব অল্প মাছ পরিবহন করা হচ্ছে। তা-ও বাধ্য হয়ে কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে। অন্য স্বাভাবিক সময়ে পাইকারী ক্রেতারা মৎস্য চাষীদের কাছে ভিড় করলেও বর্তমানে তাদের পাওয়া যাচ্ছে না।

কিন্তু করোনাভাইরাসকালীন এই দুর্যোগে মাছ বিক্রি করতে না পেরে সংকটে পড়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published.