শালিখায় ৩৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

শালিখা

মাগুরা সংবাদ :

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ

করোনা ভাইরাসের কারণে কাজ করতে না পারা অসহায়, দিন মজুর, মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ করলেন বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ হুমায়ুন ফরিদ। কষ্টের জীবন যাপন, বর্তমান সময়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এমন ৩৫০ পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আলু,একটি সাবান,৫০০গ্রাম ডাল,৫০০ তেল ও শ শ বিকাশ একাউন্টে ৩০০ করে টাকাসহ বিভিন্ন উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিলেন মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামের মানবতা প্রেমী হুমায়ুন ফরিদ। তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইউনিয়নের শত শত ব্যাক্তি৷ এটি একটি মহৎ উদ্যোগ বলে মন্তব্য করেছেন ইউনিয়নের অনেক শিক্ষানুরাগী ও রাজনীতিক ব্যাক্তি৷
জানাগেছে প্রচার বিমুখ হুমায়ুন ফরিদ ৩৫০ শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে নিরাপদ দুরত্ব বজায় রেখে ত্রাণ (উপহার সামগ্রী) বিতরণ করেছেন ৪নং শতখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে৷ আজ বুধবার দিনব্যাপি এই শ শ বিকাশ একাউন্টে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন৷ এসময় বিএনপির নেতা মোঃ মনিরুজ্জামান মনা সরদার,শতখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সবুর সরদার, শতখালী ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুন সরদার,বিএনপি নেতা মোঃ শহর আলী মৃধা,কাতলী বাজার কমিটির সভাপতি মোঃ কবির সরদার,মোঃ ফরিদুজ্জামান,মোঃ আশরাফুজ্জামান,মোঃ লিটন মজুমদার,মোঃ কিবরিয়া,গ্রাম পুলিশ চঞ্চল,দফাদার চাঁন মিয়া,যুবদল নেতা মিন্টু শিকদারসহ শ শ ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত থেকে সমন্বয় করে এই অর্থ ও ত্রাণ গুলো মানুষের মাঝে পৌছেদেন৷ এব্যাপারে সমাজ সেবক ও বিশিষ্ঠ ব্যাবসায়ী মোঃ হুমায়ুন ফরিদ বলেন করোনা ভাইরাস এর প্রার্দুভাবের কারনে অসহায়,হতদরিদ্র,খেটে খাওয়া,দিনজুর ও ঘরে লগডাউন থাকা পরিবারের মাঝে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি৷ আমার এই ক্ষুদ্র সহায়তাকে সাহায্য না বলে উপহার হিসেবে দেখার জন্য অনুরোধ করছি। আর আমার জন্য সকলে মহান আল্লাহর কাছে দোয়া করবেন৷ যাতে আমি এই খাদ্যসামগ্রী ও উপহার দেওয়া অব্যাহত রাখতে পারি৷

Leave a Reply

Your email address will not be published.