মহম্মদপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন বেবী নাজনীন

মহম্মদপুর

মাগুরা সংবাদ :

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দীর্ঘ সময় পর মহম্মদপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হয়েছে ভাইস চেয়ারম্যান (মহিলা) বেবী নাজনীন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘স্থানীয় সরকার বিভাগ’ এর (উপজেলা-১ শাখা) সিদ্ধান্ত মোতাবেক আজ ২৬ এপ্রিল স্বাক্ষরিত পত্রটি জারি করা হয়।

মন্ত্রণালয় ও উপজেলা পরিষদের পত্র সূত্রে জানা গেছে, গত বছরের ২৪শে মার্চ মহম্মদপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফি, ভাইস চেয়ারম্যান (পুরুষ) বরকত আলী, ভাইস চেয়ারম্যান (মহিলা) বেবী নাজনীন গত বছরের ১৮ এপ্রিল খুলনা বিভাগীয় কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। প্রথম সভায় প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচনের মাধ্যমে গঠনের নিয়ম থাকলেও কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি পরিষদ। এতে অনেক মাস ধরে প্যানেল চেয়ারম্যান ছাড়া উপজেলা পরিষদ কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ ২৬ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা উপ-সচিব নুমোরী জামান স্বাক্ষরিত পত্র দ্বারা প্যানেল চেয়ারম্যান গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪নং আইন) এর ধারা ১৫ (১) অনুসারে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়নি। ফলে একই আইনের ধারা ১৫ (৫) অনুসারে সরকার কর্তৃক প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। সেখানে প্যানেল চেয়ারম্যান-১ হয়েছেন ভাইস চেয়ারম্যান (মহিলা) বেবী নাজনীন। প্যানেল চেয়ারম্যান-২ হয়েছেন ভাইস চেয়ারম্যান বরকত আলী।

Leave a Reply

Your email address will not be published.