মাগুরায় রাশিফার উদ্যোগে ২৫০ পরিবারকে খাদ্য সহায়তা

মাগুরা সদর

মাগুরা সংবাদ :

মাগুরা সদরের রাউতড়া হাই স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র- ছাত্রীদের সংগঠন- রাশিফার উদ্যোগে এলাকার অসহায় ২৫০ পরিবারে মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আজ সকালে এ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় মাগুরা সদর থানার হাজরাপুর ইউনিয়ন এর আলমখালী বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার হত- দরিদ্র দিনমজুর শ্রেণির মানুষের মধ্যে প্রতিনিধির মাধ্যমে খাদ্য দ্রব্য গ্রামে গ্রামে পৌঁছে দেয়া হয়। এ সময় ৬.৫ কেজি চাল,২ কেজি আলু, ৫ কেজি তেল, ৫ কেজি ডাল প্রতি প্যাকেটে দেওয়া হয় । হাজরাপুর এবং হাজীপুর ইউনিয়ন এর প্রায় ১৮ টি গ্রাম ও পাড়া মহল্লায় প্রায় ২৫০ টি পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাশিফার আহবায়ক সহঃঅধ্যাপক মোঃ আতিয়ার রহমান, রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজের সন্মানিত প্রধান শিক্ষক বাবু তপন কুমার ঘোষ, রাশিফার সিনিয়র যুগ্ম আহবায়ক এবং উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য জনাব শরীফুল ইসলাম শরী। এছাড়াও রাশিফার যুগ্ম আহবায়ক মোঃ আযম হোসেন, মোঃ আউয়াল হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান মাখন,মোঃ আবু রেজা পিকুল, শাহাবুদ্দিন, রাসেল,বিলাস,এডভোকেট রাশেদ, আরিফ বিপ্লব,পারভেজ, রাইসুল সহ অনেকে।
এই কর্মসূচি বাস্তবায়নে অগ্রনি ভুমিকা রাখেন সংগঠনের সদস্য সচিব সহঃঅধ্যাপক মোঃ অহিদুল ইসলাম, সহ সদস্য সচিব সাইমুন রেজা, যুগ্ম আহবায়ক এ,টি,ই,ও মোঃ কামরুল বাশার ওমর ফারুক, যুগ্ম আহবায়ক সোনালি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ শামীম হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান মিটুল,যুগ্ম আহবায়ক মোঃ শরীফুল ইসলাম, আমেরিকা প্রবাসী মোঃ বিল্লাল হোসেন, শিক্ষক মোঃ মান্নান,মোঃ জাহাংগীর হোসেন,মোঃ সিরাজ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ দিদারুল আলম,সন্ধ্যা রায় চৌধুরী,সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published.