শালিখায় তাস খেলায় বাঁধা দেওয়ায় স্বেচ্ছাসেবক যুবককে পিটিয়ে আহত

শালিখা

মাগুরা সংবাদ :

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ

তাস খেলায় বাধা দেওয়ায় মুশফিকুর রহমান (৩২) নামে এক যুবককে বেধড় পিটিয়েছে জুয়াড়িরা৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১টার দিকে মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এবিএম ফাজিল মাদ্রাসা এলাকায়৷ মুশফিকুর রহমান উপজেলার ৪নং শতখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির একজন স্বেচ্ছাসেবক৷ আহত মুশফিকুর রহমান স্থানীয় ডাক্তার খানায় চিকিৎসা নিয়েছেন৷ তিনি সাংবাদিকদের অভিযোগ করে বলেন ছয়ঘরিয়া এবিএম ফাজিল মাদ্রাসার পাশে শামসুল আলমের ছেলে ফয়সাল আমিনের নেতৃত্বে এক দল জুয়াড়ী জুয়া খেলার আসর বসিয়েছিলো৷ আমি করোনা ভাইরাস প্রতিরোধের শতখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক হিসাবে স্বেচ্ছায় দায়িত্ব পালন করে চলেছি৷ আমি তাস খেলার ওখানে গিয়ে সংঙ্গবদ্ধ ওই জুয়াড়ীদের জুয়া খেলতে নিশেধ করার পরে আমাকে তারা অতর্কীত ভাবে কিল,ঘুশি ও লাঠি সোঠা দিয়ে বেধঁড়ক পিটাতে থাকে৷ পিটনীর এক পর্যায় আমাকে গ্রুতর আহত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে৷ এদের মধ্যে রয়েছে ছয়ঘরিয়া গ্রামের ফয়সাল আমিন পিতা, শামসুল আলম, ওবাইদুল্লাহ, পিতা, রশিদ মুন্সি, ফাহাদ আমিন, পিতা, শামসুল আলম,, মোঃ হাবিবুল্লাহ, পিতা,, কুদ্দুস মুন্সি, মোস্তফা গালিব হোসেন, পিতা, মাওলানা ফরিদ উদ্দিন, মিলন হোসেন, পিতা,হোসেন ভূঁইয়া, পিয়ারপুর গ্রামের কাঁদের আলী, পিতা, মিজানুর রহমান৷ বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে এবং শালিখা থানা অফিসার ইনচার্জ মহোদয়কে জানিয়েছি৷ আশা করি তিনারা দ্রুত পদক্ষেপ নেবেন৷ আমি এসব জুয়াড়ীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি৷

Leave a Reply

Your email address will not be published.