“হেলমেট নেই তো পেট্রোলও নেই।” সিদ্ধান্তের অপেক্ষায় মাগুরার প্রশাসন মাগুরা সদর মাগুরা সংবাদঃ “হেলমেট নেই তো পেট্রোলও নেই।” হেলমেট ব্যতীত মোটরসাইকেলে পেট্রোল দেওয়া হবে না। কয়েকটি জেলায় এ বিষয়ে কাজ করতে দেখা জায় । জানা জায়, মাগুরা জেলায়ও এ বিষয়ে সিদ্ধান্ততের অপেক্ষায় আছে মাগুরার প্রশাসন। Post Views: 1,127