মাগুরায় চন্দনপ্রতাপ গ্রামে আগুনে ৭টি পরিবারের ৯টি বসতঘর ভস্মিভূত

মাগুরা সদর

মাগুরা সংবাদ :

আশরাফ হোসেন পল্টু :

মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামে শুক্রবার সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি পরিবারের ৯টি ঘরসহ যাবতীয় মালামাল আগুনে পুড়ে ভস্মিমূত হয়েছে।এতে প্রায় আট থেকে দশ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছে ।
মাগুরা ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার মো: সোহাগউজ্জামান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে ৮-৯টি ঘর পুড়ে ভস্মিভুত হয়ে যায় । মাগুরা ও শ্রীপুরের দুটি টিম একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । মাগুরা ও শ্রীপুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ী পৌছানো এবং আগুন নেভানো পর্যন্ত ঘর-বাড়িসহ যারতীয় মালামাল পুড়ে শেষ হয়ে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হচ্ছেন লিটন শেখ, জিন্নাহ মোল্যা, ইশা মিয়া, লিছু শেখ ও গুজেল মোল্ল্যা।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস জানান, আকস্মিক আগুনে পুড়ে এ এলাকার অধিকাংশ দিন মজুর ও কৃষক পরিবারের ৮-৯টি ঘর পুড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এতে তাদের আট থেকে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে । যতদ্রুত সম্ভব ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান,টিনসহ আর্থিকভাবে সহযোগিতা করা হবে ।

Leave a Reply

Your email address will not be published.