শ্রীপুরে বঙ্গবন্ধু কলেজ-এর পক্ষ থেকে দুই শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শ্রীপুর

মাগুরা সংবাদ :


আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা :


মাগুরার শ্রীপুর উপজলোর বঙ্গবন্ধু কলেজ (আড়ুয়াডাঙ্গী) চত্বরে আমলসার ও দারয়িাপুর ইউনিয়নে করোনা ভাইরাসরে কারণে র্কমহীন হয়ে ঘরে থাকা ১৪টি গ্রামরে ২’শত পরিবারের মধ্যে চাল,ডাল,তেল,লবন,আলুসহ বভিন্নি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু কলজে শিক্ষকদরে ব্যক্তগিত উদ্যোগে র্আতমানবতার সেবায় অসহায় দুস্থ ও ছিন্নমূল পরবিাররে সাহায্য করার লক্ষ্যে শ্রীপুর উপজলোর আমলসার ইউনিয়ন বঙ্গবন্ধু কলজে অধ্যক্ষ মোঃ একএেম জালাল উদ্দনি-এর নতেৃত্বে সামাজিক সুরক্ষা বজায় রেখে এ ত্রাণ বাড়ি বাড়ি পৌঁছে দেন শিক্ষকরা। বৃহস্পতবিার এ র্কমসূচী উদ্বোধন করেন উপজলো চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন। এ সময় উপস্থতি ছলিনে কলজে অধ্যক্ষ মোঃ এ,কে,এম জালাল উদ্দনি, প্রভাষক মোঃ আছাদুর রহমানসহ শিক্ষকবৃন্দ। কলজে অধ্যক্ষ মোঃ এ,কে,এম জালাল উদ্দনি বলনে, আমরা বিনা পারশ্রমিকে এই প্রতষ্ঠিানে ৮টি বছর কাজ করছি । মাননীয় প্রধানমন্ত্রী গত ১৪ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু কলেজকে সরকারী ঘোষনা করছেনে । এই জন্য কলজেরে পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই দুঃসময়ে অসহায় ও দুস্থ পরবিাররে মানুষ যেন অনাহারে না থাকে তাই এই মহতি উদ্যোগ গ্রহন করেছি। ভবষ্যিতওে এটি অব্যাহত থাকবে। উপজলো চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন বলনে, সারা দেশে করোনা ভাইসার ছড়িয়ে পরার পরে থেকে শ্রীপুর উপজলো প্রশাসন কঠোর পদক্ষপে নিয়েছে । আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা সবাই প্রশাসনরে সাথে দিনরাত কাজ করছি যেন আমরা নিরাপদ থাকতে পারি । সেই সাথে এই দুঃসময়ে বেকার হয়ে যাওয়া পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বতিরণ করছি ।

Leave a Reply

Your email address will not be published.