মাগুরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মাগুরা সদর

মাগুরা সংবাদ

মাগুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকটি খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের নেতৃত্বে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ রাসেল ও জনাব নাজনীন আক্তার । এ সময় ভোক্তা অধিকার আইনে ব্যবসা প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড করা হয়। ঢাকা রোডের ওয়াপদা ও চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড আদায় করা হয় ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ রাসেল মাগুরা সংবাদকে বলেন, সকল ক্ষেত্রেই আইন মেনে চলতে হবে। যত্নশীল হতে হবে খাবার তৈরিতে। হোটেল ও বেকারীর খাবার শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত খেয়ে থাকেন। এখানে নোংরা পরিবেশে ও ভেজাল জিনিস ব্যবহার করে খাবার তৈরি করতে দেখে এসব জমিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.