মাগুরা-রাজবাড়ীর সীমানা বিরোধ নিষ্পত্তি কবে? ঘটছে সংঘর্ষ…

বাংলাদেশ মাগুরা সদর

মাগুরা সংবাদ

মাগুরা-রাজবাড়ী দুই জেলার আন্তঃজেলা সীমানা বিরোধ নিষ্পত্তিতে ২০ সদস্যের কমিটি গঠন করলেও তা আলোর মুখ দেখেনি। মুখ থুবড়ে পড়েছে বিরোধ নিষ্পত্তি কার্যক্রম। একইসঙ্গে সীমানা সংলগ্ন স্থানে জরিপ কাজ বন্ধ ও চিহ্নিত না হওয়া পর্যন্ত বর্তমান স্থিতাবস্থা বজায় রাখার সিদ্ধান্ত বহাল থাকায় কয়েকটি মৌজার জরিপ কাজও শেষ হয়নি। জমির প্রকৃত মালিকরা তাদের অধিকার ফিরে পাচ্ছে না। দু’জেলার বাসিন্দাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটে। জানা গেছে, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি, পাংশা ও কালুখালী উপজেলা এবং মাগুরা জেলার শ্রীপুর ও শৈলকুপা উপজেলার গড়াই নদীর আন্তঃজেলা সীমানা বিরোধ নিষ্পত্তির লক্ষে ২০১৩ সালের ২০ নভেম্বর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে দু’জেলার সংসদীয় আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published.