মহম্মদপুরে মাছের সাথে শত্রুতা, বিষ প্রয়োগে মাছ নিধন

মহম্মদপুর

মাগুরা সংবাদ

মাগুরার মহম্মদপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি ) ভোরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের পূর্ব পাড়া এলাকায় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।

এ ঘটনায় প্রায় ৮০ হাজার টাকার মাছ মারা গেছে। পুকুরে দেওয়া বিষের গন্ধ পুরা এলাকায় ছড়িয়ে পড়েছে।

মাছ চাষী রফিকুল ইসলাম মাগুরা সংবাদকে জানান, তিনি বাড়ির কাছে একটি পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। কিন্তু মঙ্গলবার ভোররাতেই কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে।

শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেন তিনি। এ পর্যন্ত তাঁর হিসাব অনুযায়ী দুর্বৃত্তরা প্রায় ৮০ হাজার টাকার মাছ মেরে ফেলেছে।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস মাগুরা সংবাদকে বলেন, ‘মাছ নিধনের ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published.