শালিখায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না

শালিখা

মাগুরা সংবাদঃ

মাগুরার শালিখা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। একটি চক্র দীর্ঘদিন যাবৎ অবাধে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত নৌ-যান জব্দ করা হলেও কোনোভাবেই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের বাহির মল্লিকা ব্রিজের দক্ষিণ পাশে কানুদার খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। গত বছর সরকার লাখ লাখ টাকা ব্যয় করে এই খাল খনন করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় তার বাস্তব চিত্র। স্থানীয় লোকেদের সাথে কথা বললে তারা জানায় কে বা কারা ড্রেজার মেশিন লাগাচ্ছে আমাদের জানা নাই, তবে পানি উন্নয়ন বোর্ডের বিল্ডিং করার জন্য খালপাড়ের মাটি খনন করা হচ্ছে। ইতিপূর্বে শালিখা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সেওজগাতী- দীঘলগ্রাম মাঠ থেকে এবং শিবদাসপুর মাঠ থেকে বালি উত্তোলন বন্ধ করা হয়। তার পরও কিভাবে বাহির মল্লিকা কানুদার খাল থেকে বালু উত্তোলন হচ্ছে তা নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published.