মহম্মদপুরে হাতি দিয়ে চাঁদাবাজি

মহম্মদপুর

মাগুরা সংবাদঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি। প্রায়ই এমন চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্যবসায়ী ও স্থানীয় মানুষ। আজ শনিবার উপজেলার নাগরা বাজারের ব্যবসায়ীদের কাছে হাতি দিয়ে চাঁদাবাজির করতে দেখা যায়। নাগরা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা মাগুরা সংবাদকে বলেন, সকাল থেকেই বাজারের প্রতিটি দোকানে হাতি নিয়ে হানা দেয়। দোকান প্রতি কমপক্ষে ১০ টাকা করে চাঁদা আদায় করা হয়।

হাতি নিয়ে দোকানের সামনে এসে দাঁড়ান, টাকা না দেওয়া পর্যন্ত সেখান থেকে হাতি সরানো হয় না। মাঝে মাঝেই হাতি নিয়ে এসে চাঁদা আদায় করা হয়। বিষয়টি দেখার কেউ নেই। হাতি পরিচালনাকারী একজন (মাহুত) মাগুরা সংবাদকে বলেন, হাতি নিয়ে বিভিন্ন এলাকা থেকে খাবারের জন্য কিছু টাকা নেওয়া হয়। তবে টাকা নেওয়ার সময় কাউকে জোর করা হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেয়, তাই নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.