শালিখায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজিবি কর্মকর্তা

শালিখা

মাগুরা সংবাদঃ

সড়ক দুর্ঘটনায় বিজিবির নায়েক হুমায়ুন কবির চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে মারা গেছেন। এ সময় তার স্ত্রী লাভলি বেগম গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে মাগুরার শালিখা উপজেলার সিংড়াবাজারে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে বিজিবি দম্পতি আহত হন। 

নিহত হুমায়ন কবির মাগুরা জেলার শালিখা উপজেলার তাললখড়ি গ্রামের মৃত. খোরশেদ আলমের ছেলে। তিনি কক্সবাজার বিজিবি ব্যাটালিয়নের রাইফেল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আরআইবি) শাখায় কর্মরত ছিলেন। 

নিহতের স্বজনরা জানান, বার্ষিক ছুটিতে ১৪ জানুয়ারি হুমায়ন কবির বাড়িতে আসেন। বুধবার দুপরে হুমায়ন কবির, স্ত্রী লাভলি বেগমকে নিয়ে মোটরসাইকেলযোগে সিংড়া বাজারের দিকে যাচ্ছিলেন। সিংড়াবাজারের অদূরে পৌঁছালে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে বিজিবি দম্পতি মারাত্মকভাবে আহত হন। আহতদেরকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়।  চিকিৎসাধীন অবস্থায় বিকালে হুমায়ুন কবিরের মৃত্যু হয়। আহত লাভলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

৪৯ বিজিবির কর্মকর্তারা যশোর জেনারেল হাসপাতালে হুমায়ন কবির ও তার স্ত্রীর চিকিৎসায় খোঁজ খবর নিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published.