মহম্মদপুরে একই জমিতে একসাথে ৪ ফসল চাষ

কৃষি মহম্মদপুর

মাগুরা সংবাদঃ

এক জমিতে এক সাথে ৪ ফসলের চাষাবাদ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মাগুরার মহম্মদপুর উপজেলার খলিশাখালী গ্রামের কৃষক জাহিদ ।

খলিশাখালী গ্রামের কৃষক জাহিদ এক জমিতে এক সাথে ৪ ফসলের চাষাবাদ করে আসছেন। এতে করে সে কাঙ্খিত ফলন পাওয়ার আশা করছেন। যার ফলশ্রুতিতে ওই গ্রামের বেশ কয়েকজন কৃষক এক জমিতে একাধিক ফসলের চাষাবাদ করার অনুপ্রেরনা পাচ্ছেন।

কৃষক জাহিদ মাগুরা সংবাদকে জানান- আমি কয়েক জায়গায় দেখেছি এক জমিতে একাধিক ফসলের চাষাবাদ। সেই থেকে আমি এক জমিতে ৪ ফসলের চাষাবাদ শুরু করি। আমি এক সাথে এক জমিতে কলা , সরিষা, মাছ এবং এখন পনি কমিয়ে মাঝখানে বোরো চাষ করব । এতে করে আমি দেখেছি ফলনের কমতি আসেনি। এতে নিয়মিত ব্লক অফিসাররা আমাকে সহযোগিতা করে আসছে ।

Leave a Reply

Your email address will not be published.