জেএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত মাগুরার ২৭০ জন

মাগুরা সদর শিক্ষা

মাগুরার সংবাদঃ

যশোরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। শনিবার প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা সম্পন্ন হয়। এদিনের পরীক্ষায় ৪ হাজার ৪৪০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি বলে নিশ্চিত করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানান, বাংলা প্রথমপত্র পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২ লাখ ১৪ হাজার ২৩৬। তার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৯ হাজার ৭৯১। পরীক্ষায় অংশ নেয়নি ৪ হাজার ৪৪০ জন। অংশ না নেয়া পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ৫১০, বাগেরহাটে ৩২১, সাতক্ষীরায় ৪৫৯, কুষ্টিয়ায় ৬৯৫, চুয়াডঙ্গায় ৩৫১, মেহেরপুরে ৩০৬, যশোরে ৬৮০, নড়াইলে ২৯০, ঝিনাইদহে ৫৫৮ ও মাগুরায় রয়েছে ২৭০জন।
পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র আরো জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিন পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন কেন্দ্রে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পরীক্ষা সংশ্লিষ্ট কোন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সহকারে অভিযোগ পাওয়া গেলে পরীক্ষা আইনে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.