মাগুরায় ৪৮তম সমবায় দিবস পালিত

মাগুরা সদর

মাগুরা সাংবাদঃ

‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানে মাগুরায় ৪৮তম সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও ব্যবসায়ীবৃন্দের যৌথ আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে জেলা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের এমপি এ্যাড. সাইফুজ্জামান শিখর । এসময় বিভিন্ন সমবায় ব্যবসায়ীসহ অনেকে উপস্থিত ছিলেন ।

সভায় সমবায়ীরা তাদের দুঃখ, দুর্দশার কথা তুলে ধরে বলেন, বর্তমান সময়ে এনজিওর কারণে সমবায়ীরা তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে পারছেন না। সমাবায়ের মাধ্যমে অনেক উন্নয়ন কাজ করা সম্ভব। কিন্তু সমবায় দিবসে এর বিভিন্ন দিক ও সমস্যা নিয়ে অলোচনা হলেও পরে আর এর গুরুত্ব থাকেনা। তাই সমবায় সমিতির প্রতি সবার গুরুত্ব দেওয়া উচিত। সভা শেষে সেরা সমবায়ীকে ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.