শালিখায় ১২ টি উদ্ভাবনী উদ্যোগের শুভ উদ্বোধন

শালিখা

মাগুরা সংবাদঃ

শহিদুজ্জামান চাদঁ,শালিখা,মাগুরাঃ

মাগুরার শালিখায় শিক্ষা ,ক্রীড়া প্রযুক্তি সহ মোট ১২ টি বিষয়ের উদ্ভাবনীয় উদ্যোগের উদ্বোধন করা হয়েছে৷ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আলী আকবর ৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ মনিরুজ্জামান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার,ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস,মোঃ সিরাজ উদ্দিন মন্ডল,শেখ ফিরোজ হোসেন প্রমুখ ৷ উদ্ভাবনী উদ্যোগের মধ্যে বিশেষ করে শিক্ষা,প্রযুক্তি ও বিদেশে গমনেচ্ছুকদের জন্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা দেয়ার জন্য বিশেষ করে আলোচনা করা হয় ৷ যাতে তারা সেখানে গিয়ে বড় ধরনের অসুবিধার সম্মুখীন না হয়। এ ছাড়াও পেনসন ও বয়স্ক ভাতা এখন থেকে একটি জায়গা থেকে দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। ভোগান্তি দূর করতে এসব উদ্যোগের পাশাপাশি ভূমি সহজিকরন,সাংস্কৃতিক র্চচার মান উন্নয়ন,ফ্রির‌্যান্সিং প্রশিক্ষন,প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন,ক্রীড়া উন্নয়ন গুলোর মান উন্নয়নে সহজিকরন উদ্যোগ নেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান জানান, সবাই মিলে উদ্যোগ নিলে এগিয়ে যেতে সমস্যা হবে না। তিনি শিক্ষা সহ ক্রীড়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন এ ক্ষেত্রে এসব উদ্যেগে অভিজ্ঞতা সম্পন্নদের বাইরে থেকে আমন্ত্রন করার পাশাপাশি স্থানীয় অভিজ্ঞরা অন্যান্যদের প্রশিক্ষন দেওয়া হবে । যার ফলে এই ১২ টি উদ্যোগ ক্রমান্বয়ে সফলতার মুখ দেখবে বলে তিনি আশা করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আলী আকবর জানান,উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে চলছে। গত দশ বছরে দেশের প্রযুক্তিখাত তৃনমূল পর্যায়ে বিস্তার লাভ করেছে। এর সঠিক ব্যবহার করার চেষ্টা করতে হবে যার যার অবস্থানে থেকে। তাহলে দেশ এগিয়ে যাবে৷ অনুষ্ঠানে সকল সরকারি দপ্তর এর কর্মকর্তা শিক্ষক,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published.