আবদুর রউফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন:প্রাণনাশের হুমকি

মহম্মদপুর

মাগুরা সংবাদঃ

অধ্যক্ষ আবদুর রউফ হত্যার বিচার আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।

২১ মার্চ রাতে মাদ্রাসা শিক্ষক আব্দুর রউফের উপর হামলা করা হয়, পরে ২৫ মার্চ রাতে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী ও ভাই। হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা। অন্যতম আসামি ফারুক হোসেনকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি বলে তারা জানান। সে মামলা তুলে নেয়ার জন্য পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি প্রদান করছে।

আবদুর রউফ মাগুরার মহম্মদপুর উপজেলার হাজী মোসলেম উদ্দীন টেকনিক্যাল স্কুল এ্যান্ড বি.এম কলেজের পরিচালনা কমিটির সভাপতি এবং মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া সম্মিলনি ইসলামী আলীম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.