ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাগুরার গৃহবধূর মৃত্যু

শ্রীপুর

মাগুরা সংবাদঃ

ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাছুমা বেগম (৩৮) নামের এক গৃহবধূ মারা গেছেন। শনিবার রাত ৮টায় ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাছুমা বেগম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের উকিল বিশ্বাসের স্ত্রী।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রইচজ্জামান মাগুরা সংবাদকে জানান, গত ২৭ সেপ্টেম্বর জ্বর নিয়ে শ্রীপুরের দারিয়াপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি হলে মাছুমা বেগমের ডেঙ্গু ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য মাছুমা বেগমকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় ।তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে প্রথমে ঢাকা মেডিকেলে ও পরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মাছুমার মৃত্যু হয়।


Leave a Reply

Your email address will not be published.