মাগুরা শ্রীপুরে দেশি ও বিদেশি মদ সহ নৌকার মাঝি গ্রেফতার

Uncategorized

মাগুরা সংবাদঃ

মাগুরায় দেশি ও বিদেশি মদ সহ এক বিক্রেতাকে গ্রেফতার করল শ্রীপুর থানা পুলিশ। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নে গোয়ালবাড়ি গ্রাম থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬৫ বোতল বেআইনি মদ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা।

শ্রীপুর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান মাগুরা সংবাদকে জানান, গোপন সুত্রে খবর পেয়ে আজ রাতে শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রসেনজিৎ কুমার মণ্ডল ও সঙ্গীয় ফোর্স হানা দেয় গোয়ালবাড়ি এলাকায়। অভিযান চালিয়ে এক ব্যাবসায়ির বাড়ি থেকে উদ্ধার করে প্রচুর বেআইনি দেশি ও বিদেশি মদ। ঘটনায় ধৃতকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম শহিদুল শেখ (৫০)।তিনি শ্রীপুর উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মৃত রুউফ শেখের ছেলে ।

শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই প্রসেনজিৎ কুমার মণ্ডল মাগুরা সংবাদকে জানান, ধৃত শহিদুল শেখ শ্রীপুর উপজেলার মাটিকাটা এলাকার গড়াই নদীর খেয়া ঘাটের নৌকার মাঝি।


Leave a Reply

Your email address will not be published.