মহম্মদপুরে ২০০ বছরের পুরাতন শিব মন্দিরটি অবহেলিত

মহম্মদপুর

মাগুরা সংবাদঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের পূজার স্থান বিনোদপুর কলেজ সংলগ্ন সার্বজনীন গাবতলা শিব মন্দিরটি প্রায় ২০০ বছর আগের একটি পুরাতন ধর্মীয় প্রতিষ্ঠান । কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো উন্নয়নেরছোঁয়া লাগেনি। সনাতন ধর্মাবলম্বীদের দাবি এই পতিষ্ঠানটি দ্রুত সংস্কার করতে পাড়লে পুরাতন শিব মন্দিরটিতে পূজা অর্চনা করতে সমস্যা হবে না । এখানে প্রয়োজন পূজার মন্দির, যাতায়াত রাস্তা, টিউবওয়েল, দুর্যোগ সহনীয় ঘড় ,টয়লেট । সামান্য বৃষ্টি হলেই ভিজে যায় শিব লিঙ্গটি । খোলা আকাশের নীচে হিন্দু ধর্মালম্ববীরা দুই শত বছর পূর্বের থেকে পূজা করে আসছে। যদি দ্রুত এই গাবতলা শিব মন্দিরটি সংস্কার করা হয় তাহলে পুরাতন দর্শনীয় স্থানটি পূণাঙ্গ ধর্মপতিষ্ঠানে রুপ পাবে।তায় সার্বজনীন সনাতন ধর্মাবলম্বীদের দাবি গাবতলা শিব মন্দিরটি সংস্কার করার জন্য সমাজের বিত্তবান সহ স্থথানীয় জনপ্রতিনিধি এবং মাননীয় এমপির হস্তক্ষেপ কামনা করেছেন । স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে যানা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে এখানে সকল ধর্মের অনুসারীগন আসেন এখানে ।

Leave a Reply

Your email address will not be published.