৪০ কোটি টাকার অবিক্রিত গরু নিয়ে চরম বিপাকে মাগুরার খামারিরা

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরা অঞ্চলের গো-খামারি ও ব্যবসায়ীদের এবারের কোরবানির ঈদে কয়েক কোটি টাকা লোকসান হয়েছে। প্রায় ৬ হাজার ৫০০টি অবিক্রিত গরু নিয়ে গো-খামারি ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। যার মূল্য ৪০ কোটি টাকা প্রায়। এ গরু আগামী বছর কোরবানির পশু হাটে বিক্রির জন্য এক বছর পালতে হবে। অথবা স্থানীয় হাটবাজারে কসাইদের কাছে কম দামে বিক্রি করতে হবে। জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, এবার কোরবানির পশু হাটগুলোতে বিক্রির জন্য জেলায় ৩৫ হাজার ৩৩৫টি গরু মোটাতাজা করা হয়। দেশি জাতের পাশাপাশি ফ্রিজিয়ান, নেপালি, সিন্ধি ও শাহীওয়াল জাতের গরু মোটাতাজা করা হয়। কোরবানির মাসখানেক আগে থেকে এসব গরু বিভিন্ন পশুহাটে বিক্রির জন্য উঠতে থাকে। এবার শুরুতেই বাজারে ক্রেতা কম ছিল। কোরবানি সপ্তাহখানেক আগে প্রচুর গরু ওঠে হাটগুলোতে। দামও গত বছরের চেয়ে কম ছিল। বড় বড় সাইজের গরুর ক্রেতা স্থানীয় বাজারগুলোতে একেবারেই কম ছিল। ৪০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা দামের গরুর চাহিদা বেশি ছিল। তাও সব গরু বিক্রি হয়নি। অনেক ব্যাপারী হাট থেকে গরু কিনে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে নিয়ে যায়। গৃহস্থরাও নিয়ে যায়। সেখানে নিয়েও সব গরু বিক্রি হয়নি।

Leave a Reply

Your email address will not be published.