শালিখা থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শালিখা

মাগুরা সংবাদঃ

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ সন্ত্রাস,জঙ্গিবাধ,ইভটিজিং,বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মুল,দাঙ্গা-হাঙ্গামা ও সমাজ বিরোধী কর্মকান্ড প্রতিরোধ বাংলাদেশ পুলিশ করে থাকেন ৷ পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে মাগুরার শালিখা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শালিখা থানা প্রাঙ্গণে থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম তারিক ৷ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ত্র্যাডঃ শ্যামল কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, মোঃ আমজাদ আলী, আরজ আলী বিশ্বাস, সিরাজ উদ্দিন মন্ডল,শেখ ফিরোজ হোসেন বক্তিয়ার উদ্দিন লস্কর,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর মাষ্টার প্রমুখ ৷ এছাড়াও সভায় থানার সকল পুলিশ সদস্য,স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সাংবাদিক,বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম তারিক বলেন,পুলিশ জনগনের শক্র নয়,বন্ধু।পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহন করুন। তাই সমাজের সর্বস্তরে শান্তি বজায় রাখতে ও সামাজিক পরিবেশকে সুন্দর করতে সকলের আন্তরিকতা প্রয়োজন। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস,ইভটিজিং,বাল্যবিবাহ ও দূর্নীতি বন্ধ হয়ে যাবে। তিনি আরো বলেন আদালতে উকিল দিয়ে যে এফিডেভিট এর মাধ্যমে বিবাহ দেওয়া হয় তা গ্রহণ যোগ্য নয় ৷ কারন বেশির ভাগ ক্ষেত্রে এই এফিডেভিটের মাধ্যমে বাল্যবিবাহ দেওয়া হচ্চে৷ বিষয়টি নিয়ে আমরা উকিলদের সাথে কথা বলেছি,যাতে এফিডেভিটের মাধ্যমে কোন বিবাহ না দেওয়া হয় ৷ এদিকে শারদীয় দুর্গা পূঁজাকে সামনে রেখে প্রধান অতিথি বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূঁজা ৷ এই পুঁজা যাতে শান্তি শৃংঙখলা ভাবে উদযাপন হয় সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে ৷

Leave a Reply

Your email address will not be published.