মাগুরার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ৪০ হাজার পিস ইয়াবা দিয়া হয়েছিল

বাংলাদেশ

মাগুরা সংবাদঃ

ট্রাক ড্রাইভার জয়নাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, রোজার ঈদের কিছু দিন আগে চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি এলাকার জনৈক শানু বা শাহিনের সাথে যোগাযোগ করতে বলে ট্র্যাকের মালিক হযরত আলী। তার সাথে যোগাযোগ করে তিন দফায় ইয়াবার চালান পৌঁছে দেন হযরত আলীর কাছে। গত ২৯ আগস্ট মাদারবাড়ি নিউ যমুনা ট্রেডার্স এন্ড পার্সেল অফিস থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মাগুরা সহ অন্য জেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শানু / শাহিনের সাথে যোগাযোগ করলে তিনি ৪ টি প্যাকেটে ৪০ হাজার পিস ইয়াবা দেন হয়রত আলীকে দেওয়ার জন্য। গাড়ির মালিক হযরত আলীর নির্দেশে তিনি এ কাজ করে থাকেন। প্রতি চালানে তারা পিতা পুত্র ২০ হাজার টাকা করে পান। জয়নাল জানায়, হয়রত আলীর মাধ্যমে ইয়াবার চালান বেনাপোল সীমান্ত পথে ভারতে অবস্থানরত জালালউদ্দিনের কাছে যায়। ইয়াবার চালান স্থানান্তরের সময় সার্বক্ষনিক যোগাযোগের দায়িত্ব পালন করে জয়নালের ছেলে আবদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published.