বজ্রপাত প্রতিরোধে মাগুরায় তালবীজ রোপণ কর্মসূচি

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

‘তালবীজ রোপন করি, বজ্রপাত মুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত নিরোধকল্পে মাগুরা সদর উপজেলাব্যাপি তালবীজ রোপণ কর্মসূচি পালন করা হয় । তালবীজ রোপন কর্মসুচির উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর (এমপি)।

মাগুরা সদর উপজেলার ইউএনও আবু সুফিয়ান বলেন, আজ আমরা তালবীজ রোপন করছি। এ রোপনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। আপনারা এ এলাকার মানুষ, এটিকে রক্ষনাবেক্ষনের দায়িত্ব আপনাদের। তাই গাছ রোপনের পাশাপাশি তালবীজ রোপন করবেন এবং তা পরিচর্যা করবেন বলে আশা রাখি।

Leave a Reply

Your email address will not be published.