মাগুরায় হাতি দিয়ে চাঁদাবাজি অতিষ্ঠ মানুষ

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরা জেলায় বিভিন্ন জায়গায়  হাতি দিয়ে অভিনব কায়দায় চলছে চাঁদাবাজি। যত্রতত্র হাতি দাঁড় করিয়ে টাকা আদায়ের কারণে  বাড়ছে যানজট। বিড়ম্বনায় পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। হাতি শুঁড় দিয়ে এমনভাবে মানুষ ও যানবাহন আটক করছে যে ভুক্তভোগী ইচ্ছার বিরুদ্ধে টাকা দিতে বাধ্য হচ্ছেন। এক ব্যাক্তি জানান, তিনি হাতিকে ১০ টাকা  দিয়েছেন। কারণ হাতি শুঁড় দিয়ে চেপে ধরছে। ১০ টাকার কম দিলে তা গ্রহণ করছে না। ১০ টাকা দিলে হাতিটি পিঠে বসে থাকা মাহুদকে শুঁড় উঁচিয়ে টাকা দিয়ে দেয়। যা চাঁদাবাজির শামিল। বিভিন্ন বাজার এলাকার ব্যবসায়ীরা  জানান, হাতি দোকানের সামনে এসে দাঁড়ালে ক্রেতারা ভয়ে দোকানে ঢুকতে সাহস পান না। বিড়ম্বনা এড়াতে আমরা বাধ্য হয়ে টাকা দিয়ে দেই, যাতে হাতি তাড়াতাড়ি দোকানের সামনে থেকে চলে যায়। এতে দুর্ভোগের শিকার হন মানুষ।আজ সকালে মাগুরা জেলার সদর উপজেলায় গোয়ালবাতান বাজার সংলগ্ন জায়গায় এভাবে  চাঁদা তুলতে দেখা যায়।

 

Leave a Reply

Your email address will not be published.