মাগুরায় মাদকবিরোধী অভিযানের পরও কমছে না মাদক বেচাকেনা

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরা জেলায় মাদকবিরোধী অভিযানের পরও কমছে না মাদক বেচাকেনা ।প্রায় প্রতিদিনি মাগুরা সদর উপজেলা সহ অন্য উপজেলাগুলোতে (মহম্মদপুর,শালিখা ও শ্রীপুরে) মাদক বিক্রেতাদের গ্রেফতার করা হচ্ছে ।তবে মাদক নিধনে কোনো প্রকার ছাড় নয়, বলছে আইন শৃঙ্খলা বাহিনী । এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা । শিশু-কিশোর-কিশোরীরা মাদকাসক্ত হচ্ছে, মাদক বেচাকেনায় সম্পৃক্ত হচ্ছে। মাদক সেবন করিয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবহার করছে।জানা যায়, মাদক উদ্ধার অভিযান চালানোয় মাদক ব্যবসায়ীরা মাদক ব্যাবসার ধরন পাল্টাচ্ছে। উদ্ধার অভিযানের মাধ্যমে মাদকের সরবরাহও কমেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, মাদকসেবীদের মাদক থেকে বের করে আনতে, মাদকের চাহিদা কমাতে সামাজিক সচেতনতাও বাড়াতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে। সমাজের মানুষকে সচেতন হতে হবে। তাহলেই মাদকমুক্ত সমাজ, রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।

ছবিটি সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published.